জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির বহিষ্কৃত নেত্রী এবং এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান জামিন মঞ্জুর করেন। রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় এই জামিন দেওয়া হলো।
হেলেনা জাহাঙ্গীরকে গত ২৯ জুলাই আটক করে র্যাব। গুলশানের বাসা থেকে তাকে আটকের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী, অবৈধভাবে সংরক্ষণ করা হরিণের চামড়া, বিভিন্ন দেশের মুদ্রা, ওয়াকিটকি ও ড্রোন উদ্ধার করার কথা জানায় সংস্থাটি।
আটকের পর হেলেনা জাহাঙ্গীরকে ডিএমপির গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। এ সময় ভিন্ন ভিন্ন আইনে তার বিরুদ্ধে মামলা হয়, যার মধ্যে গুলশান থানায় বিশেষ ক্ষমতা, ডিজিটাল আইনে দুটি ও পল্লবী থানায় একটি মামলা। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও মামলা করা হয়েছে হেলেনার বিরুদ্ধে।
গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়া হেলেনা জাহাঙ্গীর আাইপি টিভি ‘জয়যাত্রা’র প্রতিষ্ঠাতা ও সিইও। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় সংস্থা এবং ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor