সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুব উল আলম হানিফ
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ‘মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের এজেন্ট হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শুক্রবার (১২ মার্চ) সকালে কুষ্টিয়া চৌড়হাসে তার নিজ বাসভবনে এ মন্তব্য করেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার ছদ্মাবেশ ধরনে আসলে পাকিস্তানের এজেন্ট হয়ে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন। তার প্রমাণ জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেন জিয়াউর রহমান। তিনি যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব প্রদান, রাজনৈতিক দল গঠনের সুযোগ সৃষ্টিসহ সকল সুযোগ-সুবিধা দিয়ে এ দেশে পুনর্বাসন করেন।’
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাবলু, সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী নেতা ও ক্রীড়া সংগঠক আফরোজা আক্তার ডিউসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor