প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক
জয়পুরহাটের আক্কেলপুরে খোঁজ মিলেছে প্রাচীন নগরীর। স্থানীয়রা জানান, চাষাবাদ কিংবা যেকোনো খনন কাজে ধ্বংসাবশেষের সন্ধান মেলে নিয়মিতই। মূর্তিসহ নানা ব্যবহার্য দ্রব্যাদি জানান দেয় প্রাচীন মানববসতির।
জয়পুরহাট জেলা সদর থেকে ২৯ কিলোমিটার দূরে অজোপাড়া গাঁ দেওড়াগ্রাম। আক্কেলপুর থানার একেবারে দক্ষিণের এই গ্রামে যেকোনো কাজে খনন করলেই দেখা মেলে ঘরবাড়ি দেয়ালের ধ্বংসাবশেষ। চুন সুড়কিসহ ইটের অজস্র ভাঙা টুকরা, মূর্তির অংশ বিশেষ কিংবা প্রাচীন মানুষের ব্যবহার্য দ্রব্যাদি, জানান দেয় বিস্তৃত মানব বসতির।
ধারণা করা হচ্ছে, রাজা দেওপালের সময়ে ধ্বংসাবশেষ এসব। এলাকা জুড়ে রয়েছে প্রায় একশো পুকুর; যা এখানকার প্রাচীন সমৃদ্ধির নজির।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবি, বড় পরিসরে অনুসন্ধান ও খনন কাজের ফলে জানা যেতে পারে ইতিহাসের অজানা অধ্যায়।
এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। আঞ্চলিক কর্মকর্তা নাহিদ সুলতানা জানান, প্রত্নতাত্তিক সম্ভাবনা বিবেচনায় এরইমধ্যে পরিদর্শন কাজ শেষ হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে কাজ শুরু হবে।
দ্রুত ব্যবস্থা না নিলে প্রত্নতাত্ত্বিক বহু নিদর্শন হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)