ঝিনাইদহের শৈলকুপায় গর্তে পড়ে আহাদ হোসেন নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের কৃষক রুবেল মন্ডলের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি খেলতে খেলতে বাসার পাশে একটা গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মর্মান্তিক এঘটনায় শিশুটির পরিবার ও পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque