সামরুজ্জামান সামুন কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলার রাজবাড়ী-টু-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মন্ডল তেলপাম ও মোল্লাতেঘরিয়া মোড়ের দুই জায়গার মাঝখানে কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের এমন ভোগান্তি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।
কুষ্টিয়া পৌরসভার নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার নির্দেশনা থাকলেও নিয়মিত সেখানে ময়লা ফেলা হচ্ছে না। এছাড়াও হাজী শরীয়তুল্লাহ ইয়াতিম খানার পাশে মোল্লাতেঘরিয়া এলাকায় ময়লা ফেলা হচ্ছে।
লাহিনী বটতলা থেকে নিয়মিত বাসে করে অফিসে যান সেই সব অফিসকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দেখছি এখানে ময়লা ফেলা হয়। এতে দুর্ভোগ হলেও এ সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।
খাদিজা ইসলাম (মায়া) নামের এক পথচারী বলেন, এ রাস্তা দিয়ে (মসজিদে নিয়মিত নামাজ পড়তে) অনেক মুসল্লী চলাচল করেন। আমরাও নিয়মিত এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। আমাদের চলাফেরায় খুবই কষ্ট হয়। এই জায়গায় আসলে মুখে কাপড় দিলেও কাপড় ভেদ করে নোংরা দুর্গন্ধ নাকের মধ্যে চলে আসে। এতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে।
সরোজমিনে স্থানটিতে গেলে দেখা যায়, যে মোল্লাতেঘরিয়া ঢাকা রোড় সংলঙ্গ একটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডি এবং মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য একটি মসজিদ রয়েছে। এস্থানটির ময়লা সড়কে ছড়িয়ে পড়ে আছে। এতিমখানার শিশু বাচ্চারা বলেন, আমরা এখানে দুর্গন্ধের কারণে থাকতে পারিনা। অনেক সময় খাওয়া-দাওয়া করতে পারিনা। সব সময় দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধে অনেকে অসুস্থ হয়।
উক্ত এলাকায় বসবাসরত চাকুরীজীবী বাসিন্দা জানান, স্থানটিজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে টিকে থাকা দায় হয়ে যায়। দিনের পর দিন স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হলেও এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।
ওই এলাকার ময়লার স্তূপ অপসারণের বিষয়ে দাবি জানান এলাকার বসবাসরত জনগণ।
Posted ২:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor