সোমবার | ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

“ঢাকাস্থ দৌলতপুর ছাত্রকল্যাণ সংস্থার নতুন কমিটির ঘোষণা সভাপতি তামিম, সাধারণ সম্পাদক হিমেল”

“ঢাকাস্থ দৌলতপুর ছাত্রকল্যাণ সংস্থার নতুন কমিটির ঘোষণা সভাপতি তামিম, সাধারণ সম্পাদক হিমেল”

 


“ঢাকাস্থ দৌলতপুর ছাত্রকল্যাণ সংস্থা” উপজেলার ঢাকায় বসবাসরত সকল শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত একটি অন্যতম বৃহত্তম সংগঠন। উপজেলার সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা সহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করাই তাদের মূল উদ্দেশ্য। সংগঠনের সাথে শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলার ঢাকায় বসবাসরত ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিল্পপতি সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ যুক্ত আছেন। যারা বিভিন্ন সময়ে সংগঠনে সার্বিক সহায়তা করে থাকেন।

সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে মো: মাহাবুল আলম তামিম (উত্তরা ইউনিভার্সিটি) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবাইল ইসলাম হিমেল (ঢাবি)।
সভাপতি মো: মাহাবুল আলম তামিম বলেন উপজেলার বৃহত্তম ছাত্র সংগঠনের এমন দায়িত্ব আমার জন্য অনেক বড় সম্মানের ও দায়বদ্ধতার। আমি আশা করি আমাদের নতুন কমিটির সকলের সর্বোচ্চ চেষ্টা ও চর্চা থাকবে উপজেলার ঢাকাস্থ সকল ছাত্রদের একসাথে নিয়ে সংগঠনের কাজকে আরো বেগবান করার। সকল সিনিয়র বড় ভাই-বোন, সহযোদ্ধা সহ সকলের সার্বিক সহায়তা কামনা করছি। ঢাকায় অবস্থান করছেন এমন অনেকেই এখনো সংগঠন সম্পর্কে হইতো অবগত না, সবাইকে অনুরোধ করবো আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। পাশাপাশি আপনাদের সকলের সহায়তা পেলে সংগঠনের ধারাবাহিক কাজের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সম্পর্কে দক্ষতা উন্নয়নে কাজ করার চেষ্টা করবো আমরা। সাধারণ সম্পাদক জুবাইল ইসলাম হিমেল বলেন এটি একটি অরাজনৈতিক শিক্ষার্থী কেন্দ্রিক সামাজিক সংগঠন। ঢাকায় অবস্থানরত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনের লক্ষ্য শুধু মনস্তাত্ত্বিক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ তৈরিই নয়, বরং দৌলতপুরের সাধারণ শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবনের পথ সহজ করতে জ্ঞানমূলক কর্মসূচি পালন করা এবং দৌলতপুরকে সার্বিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সে লক্ষ্যেই কাজ করব ইনশাআল্লাহ।  আশা করি দৌলতপুরের সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠন তার ধারাবাহিকতা বজায় রেখে অদম্য  গতিতে এগিয়ে যাবে।


Facebook Comments Box


Posted ১২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!