বুধবার | ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

তালবাড়িয়া ইউনিয়নে টাকা ছাড়া মেলে না জন্ম নিবন্ধন

প্রতিদিনের কুষ্টিয়া, প্রতিনিধি

তালবাড়িয়া ইউনিয়নে টাকা ছাড়া মেলে না জন্ম নিবন্ধন

তালবাড়িয়া ইউনিয়নে টাকা ছাড়া মেলে না জন্ম নিবন্ধন


টাকা ছাড়া মেলে না জন্ম নিবন্ধন। টাকা দেওয়ার পরও ভোগান্তির শেষ নেই। জন্ম সনদ বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন বাসী। কিন্তু সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা করে তালবাড়ীয়া ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব মাত্রাতিরিক্ত টাকা আদায় করছেন। তিনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধনে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দাবি করেন তিনি।

জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, সরকার জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন বিনা ফিসে প্রদানের বিধান রেখেছে। শিশুর বয়স ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা নির্ধারণ করেছে। এছাড়া জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের আবেদন ফি ১ শ’ টাকা নির্ধারণ করেছে সরকার ।

জন্ম নিবন্ধন নিতে আসা ইউনিয়নে অনেকেই অভিযোগ, ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব জন্ম সনদ ডিজিটাল করতে ১ হাজার নিয়ে থাকেন। এছাড়া বয়স সংশোধনে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দাবি করেন। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ওই হিসাব সহকারি এখানে জন্ম সনদ নিয়ে বাণিজ্য শুরু করেছেন। তাই তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


এ বিষয়ে অভিযুক্ত তালবাড়িয়া ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব বলেন, জন্মনিবন্ধনের যদি সরকার নির্ধারিত ফি ৫০ টাকা। সেখানে ১০০ টাকা নিচ্ছি। ১০০ টাকার ফি ১শ’ ৫০ পঞ্চাশ টাকা বা ২শ’ টাকা নেই। এছাড়া ৪ হাজার ৪হাজার টাকা দাবির বিষয়টি তিনি সত্য নয় বলে জানান।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেওয়া অপরাধ। সেখানে সেবা গ্রহীতাদের হয়রানি করা হয় কিনা ? তা খতিয়ে দেখা হবে। এই বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জন্ম সনদে অতিরিক্ত টাকা আদায় করে কেউ পার পাবেন না।


Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!