হাফিজুর রহমান
পরিধান না করায় মোবাইল কোর্টে নয়জনকে অর্থ দন্ড প্রদান।নিস্তরঙ্গ গ্রামীণ জীবন চলছে তার আপন গতিতে। প্রতিদিন আইনের প্রয়োগ, ফ্রি মাস্ক বিতরণ, সচেতনতামূলক অভিযান।তারপরেও অনেকেই মানতে চায় না স্বস্হ্য বিধি, নিরাপদ সামাজিক দূরত্ব।
বিশেষত, প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ, শ্রমিক এবং বয়স্ক মানুষ অত্যন্ত কনফিডেন্ট যে তাদের করোনা হবে না। তাদের ফ্রি মাস্ক দিলেও তারা পকেটে রেখে দেয়। প্রয়োজন ছাড়াই তারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে।
তারপরও আমরা আশা করি তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত ছড়িয়ে যাবে সচেতনতা। করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে প্রয়োজন সকলের সহযোগিতা এবং সচেতনতা। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আর এভাবেই আল্লাহর রহমতে একসময় করোনামুক্ত পৃথিবীতে পদার্পণ করবো আমরা।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor