চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামে ঈদগা পড়ায় বিবাহিত, অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় বিবাহিত ফুটবল খেলোয়াড়েরা ৩ গোল দিয়ে জয়লাভ করে। অপরদিকে অবিবাহিত ফুটবল খেলোয়াড়েরা ২ গোল দিয়ে পরাজিত লাভ করে। এ খেলায় বিবাহিত দলের পক্ষ থেকে অংশ গ্রহণ করেন বিষ্ণুপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মো: ফিটু মিয়া, নূর ইসলাম, সুজন, রানা, ফেলু, শিহাব, টিম মেসি হিসেবে ছিলেন হাজী ভুলা।
অবিবাহিত ফুটবল খেলোয়াড় হিসাবে অংশ গ্রহণ করে মো:আলামিন, আবদুল্লা, সোহান, সুজন, সহেল, নমান, সাব্বির আরো অনেকে। করোন ভাইরাস সংক্রমণে কারণে অনেক দিন ধরে খেলাধুলা না হওয়ার ফলে সব বয়সে মানুষ খেলাটি দেখতে আসে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor