স্পোর্টস ডেস্ক
দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে আজ একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে, কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করে ৪ উইকেট এ ১৬২ রান করে হায়দরাবাদ।৭৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৪৫ করা ওয়ার্নারের বিদায়ে। জনি বেয়ারস্টো করেন ইনিংস সর্বোচ্চ ৫৩ আর কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪১ রান।
জবাবে, ব্যাটিংয়ে নেমে দিল্লির হয়ে বড় সংগ্রহ করতে পারেননি কোন ব্যাটসম্যান। নিয়ন্ত্রিত বোলিংয়ে রশীদ খান ১৪ রানের খরচায় তুলে নেন ৩ উইকেট। সর্বোচ্চ ৩৪ করেন শিখর ধাওয়ান। শেষপর্যন্ত ৭ উইকেটে ১৪৭ এর বেশি করতে পারেনি দিল্লি। আসরে প্রথম জয়ের দেখা পেলো হায়দরাবাদ।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)