নিজশ্ব প্রতিনিধী
দুদিনেই সব ভুলে আনন্দে মাতলেন পরীমণি
স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, নির্যাতন, সন্তান, গণমাধ্যম, রক্ত মাখা বিছানা নানান ইস্যুতে শিরোনাম ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। টান তিনদিন ধরে সংবাদ শিরোনাম পরী-রাজের দখলে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে পরী যাচ্ছিলেন তাতে করে আনন্দ পাওয়া অনেক কঠিন ব্যাপার ছিল। কিন্তু সব ভুলে আবারও আনন্দে মেতে উঠেছেন পরী।
বুধবার (৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে আনন্দে হৈ-হুল্লোড় করতে দেখা গেছে এই নায়িকাকে। যেন কিছুই হয়নি তার। তীব্র শীত উপেক্ষা করে নিজের সিনেমার প্রচারণার কাজে সাত সকালে বেরিয়ে যান পরী। সেখানকার একটি ১৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওর ক্যাপশনে পরী লেখেন, ‘শুভ সকাল! আমাদের অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবন এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।’
তিনিই জানিয়ে দেন, শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা “রাতুলের দিন,রাতুলের রাত” উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।
Posted ১২:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
protidinerkushtia.com | editor