কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি পুত্র শাইখ আল জাহান শুভ্র ও সংসদ সদস্যের পিএস জিয়াউল কবির সুমন।
বাদশাহ্ এমপি গত কয়েকদিন ধরে ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। পরিক্ষা করালে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বুধবার (৩০ জুন) তার করোনা শনাক্ত হয়েছেন। তিনি ভালো আছেন। তিনি ঢাকায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সরোয়ার জাহান বাদশাহ বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor