দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ
হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও ক্যান্সার কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরন করা হয়েছে। ২৯ মে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে দৌলতপুর উপজেলা প্রশাসন, দু্র্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ’র সভাপত্বিতে ও উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোতাসিম বিল্লাহ,বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাকী প্রমুখ।অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯টি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে টাকা দেওয়া হয়। এছাড়াও ৩৫ জন ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।