শামীম আশরাফ
দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে , বুধবার আনুমানিক ২: ৩০ সময় তিনটি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায় নিমিষেই, মুলত রান্না করতে গিয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে, সেখানে গরু ছাগল, হাঁস মুরগি সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।
হতদরিদ্র এই পরিবার গুলোর পাশে দাঁড়ান কুষ্টিয়া ১ আসনের মাননীয় সাংসদ এডভোকেট আ ক ম সরোওয়ার জাহান বাদশা।
এম পি মহোদয়ের বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজ রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীগণ এম,পি মহোদয়ের পহ্মে এই উপহার অসহায় তিন পরিবারের হাতে তুলে দেন।
অসহায় পরিবারগুলো প্রতিদিনের কুষ্টিয়া নিউজ কে জানিয়েছেন, আমাদের এই দূর্দিনে আমাদের এম,পি মহোদয়কে আমাদের পাশে পেয়ে আমরা সত্যিই আনন্দিত, আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)