কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অবৈধ ইটভাটা গুলোতে ফের আজ বুধবার সকাল ৯টা থেকে র্যাব-১২ অভিযান শুরু করেছে।
কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান এ ভ্রাম্যমান আদলত পরিচালনা করছেন ।
এখবর লেখা পর্যন্ত উপজেলার ৯ টি ইটভাটাকে ৬০ লক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে তবে এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।
এদিকে গত সোমবার (১৮ জানুয়ারী) দুপুর থেকে কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান ভ্রাম্যমান আদলত পরিচালনা করে জেলার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ৬ টি অবৈধ ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
Posted ৮:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor