দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে আদালত প্রশাসন কিছুই মানেন না মিজানুর
দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর গ্রামের মিজানুর রহমান ও মেমজান নেছার বিরুদ্ধে আদালত ও প্রশাসনের নির্দেশনা অমান্য করে বসতি নির্মানের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযোগকারী কেরামতুল্লার ছেলে টিটু বলেন, মিজানুর রহমান আমার চাচাতো ভাই , আমরা উভয়ে শরিকানা মূলে জমির মালিক হওয়ার সত্ত্বেও মিজানুর ও মেমজান নেছা, জমির পজিশন দখল করে আছে প্রায় ৪০ বছর। তাই আমাদের জমি ফিরে পেতে আদালতে মানলা করেছি। মামলা চলমান অবস্থা মিজানুর আজ ১৯ শে মে জোরপূর্বক বসতি নির্মান শুরু করেছে। আমরা আদালতের মাধ্যমে এই ঘটনার বিচার চাই। মামলা চলমান অবস্থা আদালতে নির্দেশনা অমান্য করলে দৌলতপুর থানা পুলিশ এসে নিষেধ করলেও মানেন না মিজানুর রহমান।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, আমার শরিকানা সম্পদের অংশ হিসাবেই আমি জমি দখল করে আছি। আমি পাকা বসতি নির্মান করছি না। ঝড় বৃষ্টির সময়ের কারণে আমি কাঁচা ঘর মেরামত করছি মাত্র।
এ বিষয়ে এলাকাবাসী চাই উভয়ের সমস্যা শান্তিপূর্ণ ভাবে সমাধান হোক।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪
protidinerkushtia.com | editor