‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায়, নতুন বিশ্ব গড়ো’ এই এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়া দৌলতপুরে ও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা মিলনায়তন কক্ষে ও দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কমকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মাননীয় সাংসদ সদস্য এ্যাড, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বিশ্বাস, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, খন্দকার মোঃ শহিদুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠোনে শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের কমকর্তা সরকারী দপ্তরের কর্মকর্তা সাংবাদিক উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor