কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ শরীফ উদ্দিন রিমন,
এ্যাড মোঃ নজরুল ইসলাম, হোগলবাডিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, জামিরুল ইসলাম বাবু, রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলী, মোঃ শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor