দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার দৌলতপুরে ৩০০পিস ইয়াবাসহ মোঃ রাশেদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৫ ডিসেম্বর ) বেলা ৩টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী বানিয়ামোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলকান্দী বানিয়ামোড়ে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তার শরীল তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor