দৌলতপুরে ঈদ পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন
সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন।
লকডাউনের প্রথম দিনে সকালে উপজেলার প্রায় বাজারে খোলা ছিল সকল দোকানপাট ছিল ব্যপক জনসমাগম।
সকাল ১১ টার পরে উপজেলার কিছু বাজারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও বন্ধো হয়নি সাধারন মানুষের অবাধ চলাচল।
এদিকে উপজেলার বিকালের চিত্র আরো এলোমেলো বিকালে বসেছে সাপ্তাহিক হাট, ব্যপক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কারনে বন্ধো হচ্ছেনা মানুষের চলাচলা সাথে ৯০% মানুষের মুখে নাই মাক্স।
এ বিষয়ে বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন রাস্তাতে হাজার হাজার মানুষের চলাচল, চলছে অটোরিকশা যাতে ১০ জন করে লোক উঠছে তাতে করোনা নেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে করোনা আছে। এই লকডাউনের কারনে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে কিন্তু করোনার বিস্তার কমছে না। আমরা চাই লকডাউন বাস্তবায়ন হলে সঠিক ভাবে হোক না হলে সব খুলে দেওয়া হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, কোথায় কোথায় বাজার খোলা আছে আমাদের জানালে আমরা ইউনিয়ণ চেয়ারম্যান মাধ্যমে বন্ধো করার চেষ্টা করছি।
Posted ২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor