দৌলতপুর, কুষ্টিয়া, ১২ নভেম্বর ২০২৪: সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে আজ অনুষ্ঠিত হলো স্মাইল ফর অল এসএফএ’র ২০২৩-২৪ সালের সমাপনী বৃক্ষরোপণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ এস এম মুসা কবির। তাঁর সঙ্গে ছিলেন দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া জেলা প্রতিনিধি জনাব তৌহিদ সাক্ষর। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আজম, দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফারুখ, এবং এসএফএ উপদেষ্টা পরিষদের সদস্য দৌলতপুর ডিগ্রি কলেজের প্রভাষক জনাব তানজিন হাসান শাহীন। অনুষ্ঠানে এসএফএ’র প্রতিষ্ঠাতা পরিচালক আকাশ বিশ্বাসসহ অন্যান্য সম্মানিত অতিথিরাও অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে মুক্ত আলোচনায় এসএফএ স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপণের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে মতবিনিময় করেন। এরপর অতিথি ও স্বেচ্ছাসেবকরা মিলে কলেজ প্রাঙ্গণে ১০টি ফলজ গাছ রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে ডা. মুসা কবির দৌলতপুর থেকে হোগলবাড়িয়া ইউনিয়নের শশিধরপুর পর্যন্ত রাস্তার গাছগুলোর স্থায়িত্ব এবং পরিবেশগত উন্নয়ন পরিদর্শন করেন এবং এই উদ্যোগের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়। এসএফএ ২০২৩ সালে ১,০০০ আমগাছ এবং ২০২৪ সালে ৩,০০০ বিভিন্ন জাতের ফলজ গাছ রোপণ করেছে।
পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডা. মুসা কবির বলেন, “পরিবেশকে সুরক্ষিত রাখতে ও দৌলতপুরকে সবুজে ভরিয়ে তুলতে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে।” তিনি দৌলতপুরে গাছ সরবরাহের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ৩:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
protidinerkushtia.com | editor