কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকদিয়াড় গোরস্থানে,গত ৪ ফেব্রুয়ারি দাফন হওয়া লাশের ডান হাত ও মাথা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার সকালে গোরস্থানের পাশে একদল বাচ্চা খেলতে গিয়ে কবর খোঁড়া দেখে ভয় পেয়ে আশে পাশের লোকজনদেরকে জানাই । তারপর সেখানে এলাকার লোকজন এসে চাঞ্চল্লের সৃষ্টি করে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মানিকদিয়াড় নামক গোরস্থানে এক সপ্তাহ আগে মৃত্যু বরন করা মির্জা আলম চেনু বিশ্বাসের কবরের খাপাচি উঠানো, কবরের মাঝখানের বাঁশের ডাপ কাটা, কবরের ভিতরে দেখা যায় লাশের ডান হাক কাটা, মাথা আছে কিনা ষ্পষ্ট না ।
কবরের অবস্থা দেখে মৃত ব্যাক্তির ছোট ছেলে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি অভিযোগ করে । পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষন করেন ।
এ ব্যাপারে দৌলতপুর থানার (ওসি) জহুরুল আলম জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি তদন্ত করে আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor