দৌলতপুরে করোনা ভ্যাকসিন নিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কেন্দ্রে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন, তিনি সুস্থ্ আছেন। আপনারাও নির্ভয়ে করোনা টিকা নেন।
দৌলতপুর হাসপাতালের সিনিয়র নার্স ইসমত আরা ,উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের শরীরে কোভিড-১৯ এর টিকা পুশ করেন।
টিকা গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বৈশ্বিক মহামারি করোনা থেকেও অনেকটা রক্ষা পেয়েছে। এই টিকা কার্য সারাদেশে একযোগে শুরু হয়েছে এটি চলমান প্রক্রিয়া। তাই তিনি দৌলতপুর উপজেলার সকলকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
বিশ্ব করোনার ভ্যাকসিন যখন আবিষ্কার হয় তখনও অনেকেই নেতিবাচক ধারণা করেছিল বাংলাদেশ ভ্যাকসিন মনে হয় আর আসবে না। আমরা সেসব কে পেছনে ফেলে বাংলাদেশে সত্যিই ভ্যাকসিন আনতে পেরেছি।
করোনা টিকা গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সকলকে নির্ভয়ে করোনা টিকা নেয়ার আহবান জানিয়েছেন।
এ ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ ভ্যাকসিন এটা নেওয়ার ফলে শরীরে কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor