কুষ্টিয়া দৌলতপুরে বুধবার দুপুরে নিজের শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সংসদসদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন ।
দৌলতপুর হাসপাতালের সিনিয়র নার্স ইসমত আরা , এম পি ও উপজেলা চেয়ারম্যান এর শরীরে কোভিড-১৯ এর টিকা পুশ করেন।
টিকা গ্রহণ করে এম পি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বৈশ্বিক মহামারি করোনা থেকেও অনেকটা রক্ষা পেয়েছে। এই টিকা কার্য সারাদেশে একযোগে শুরু হয়েছে এটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মানুষের জন্য পর্যায়ক্রমে তাদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
বিশ্ব করোনার ভ্যাকসিন যখন আবিষ্কার হয় তখনও অনেকেই নেতিবাচক ধারণা করেছিল বাংলাদেশ ভ্যাকসিন মনে হয় আর আসবে না। আমরা সেসব কে পেছনে ফেলে বাংলাদেশে সত্যিই ভ্যাকসিন আনতে পেরেছি।
জাতির সাথে মিথ্যাচারে লিপ্ত আছে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মানুষকে এই ভ্যাকসিন এর কথা বলে বিভ্রান্তিতে ফেলতে চেয়েছিলেন। যার ফলশ্রুতিতে রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রথম এই ভ্যাকসিন নিচ্ছে। এ ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ ভ্যাকসিন এটা নেওয়ার ফলে শরীরে কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor