কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শশিধরপুর গ্রামের সাদ মন্ডলের পুত্র রবিউল (৪০) বিকাল সাড়ে ৪ টায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে উড়ে আসা ধারালো টিনে গলা কেটে নিহত হন। আল্লারদর্গা মহিষাডোরা তেল পাম্প এর সামনে এই দুর্ঘটনা ঘটে । নিহত রবিউল সাতবাড়ী থেকে পিঁয়াজ নিয়ে গাড়ির উপর বসে বাড়ির দিকে আসতে ছিল। লাশ বর্তমান ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পৌঁছেছে। নিহত রবিউল ৩ কন্যার পিতা।
Posted ২:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor