দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের হুগোলবাড়িয়া ইউনিয়নের সাহাপুর গ্রামের বাসিন্দা মৃত জসিম মোল্লার ছেলে মোস্তফা আলী নামের একজন দিনমজুররের সাথে ঘটেছে এই ঘটনা। এই অসহায় দিনমজুর মোস্তফা আলীর জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেছেন একই এলাকার আব্দুল মান্নান।
আব্দুল মান্নান ও মোস্তফা সম্পর্কে তারা চাচা ও ভাতিজা। আব্দুল মান্নান বিদেশ থাকা অবস্থায় চাচা মোস্তফা তার নামীয় ১১ কাঠা জমির মধ্যে ৫ কাঠা জমি বিক্রয় করার ঘোষণা দেয়, পরে ওই ১১ কাঠা জমির ভেতর থেকে ৫ কাঠা জমি ক্রয় করেন আব্দুল মান্নান এবং পরবর্তীতে আব্দুল মান্নানের নামে ৫ কাঠা জমি রেজিস্ট্রি করে দেয় চাচা মোস্তফা।
এবং দিনমজুর মোস্তফা আলীর নামে পড়ে থাকে আরও ৬ কাঠা জমি। জমি কেনার কিছুদিন পরেই ভাতিজি আব্দুল মান্নান বিদেশ থেকে দেশে ফিরে আসেন এবং তার ক্রয় কৃত ৫ কাঠা জমিসহ আরো অতিরিক্ত ৬ কাঠা জমি জোর করে দখল করে নেন ভাতিজি আব্দুল মান্নান। এবং সেই জায়গায় নির্মাণ করতে থাকে পাকা বাড়ি। ভুক্তভোগী মোস্তফা ভাতিজি আব্দুল মান্নান এর কাছে বিষয়টি জানতে চাইলে, যে কেন সে তার বাকি ৬ কাঠা জমির উপরে দখলদারিত্ব ও স্থাপনা নির্মাণ করতে যাচ্ছেন। উত্তরে ভাতিজি জানান তোমার কাছে থেকে সমস্ত জমি আমি কিনে নি…
Posted ৩:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)