মোঃ আছানুল হক
দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে
আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৩১ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসা হোসেন আহমেদ স্বপন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, সাবেক চেয়ারম্যান মহি বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ১৪ ইউনিয়নের মৎস্য চাষিরা।
অনুষ্ঠানে মৎস্য চাষি মজিবর রহমান, মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল মৎস্য খামারিদের এক সাথে কাজ কারা আহ্বান করেন।
প্রধান অতিথি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, আগের দিনে নদী নালা খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেতো। কিন্তু বর্তমানে দেশের নদী নালা খাল-বিলে দেশি প্রজাতির মাছ নাই। তাই মাছ চাষ করে মাছের ঘাটতি পূরণের জন্য মৎস্য চাষিদের অনুরোধ করেন। এছাড়াও দেশিয় মাছ যাতে বৃদ্ধি পায় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ করেন।
Posted ১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
protidinerkushtia.com | editor