কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ভোটার হব ভোট দেব’ এই প্রতিপাদ্য নিয়ে দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড.এজাজ আহমেদ মামুন বিশ্বাস, চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার আব্দুল মালেক, ইফতেখার আহমেদ জোয়াদ্দার উপজেলা প্রকৌশলী অফিসার, জনাব, সরদার আবু সালেক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব, খন্দকার মোঃ শহিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার। মোঃ আতিয়ার রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোঃ গোলাম আজম, উপজেলা নির্বাচন, অফিসার দৌলতপুর, কুষ্টিয়া।
Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor