সারাদেশের ন্যায় সপ্তাহ ব্যাপি (২১ জুলাই থেকে ২৭ জুলাই) জেলার দৌলতপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই ২০২০) সকালে উপজেলা পুকুরপাড়ে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ সদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, এজাজ আহম্মেদ মামুন বিশ্বাস, সভাপতিত্ব করেন জনাব আজগর আলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দৌলতপুর কুষ্টিয়া, মোঃ সাক্কীর আলী ভাইস চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানের সপ্তাহব্যাপী মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসনীয় উদ্যোগ কে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে দৌলতপুর আসনের সাংসদ সদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, বলেন, উপজেলার পর্যায়ে মৎস্য চাষ আরও বেগবান করতে সকল মৎস্য চাষীদের কে আরো প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ প্রকল্প হাতে নিতে হবে। বেকার যুব সমাজের কর্মসংস্থানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। যা দিয়ে দেশের পুষ্টি সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor