মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আজগর আলীর নেতৃত্বে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পদ্মা নদী থেকে কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। উপজেলার মরিচা, ফিলিপনগর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। আগামী ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম চলবে।
Posted ১২:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor