বুধবার | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে জামাই শশুরের রমরমা মাদক ব্যাবসা

খালিদ হাসান রিংকু

দৌলতপুরে জামাই শশুরের রমরমা মাদক ব্যাবসা

দৌলতপুরে জামাই শশুরের রমরমা মাদক ব্যাবসা।


নিজস্ব প্রতিবেদনঃ- কুষ্টিয়া দৌলতপুর ২(দুই) নং খাস মথুরাপুর,ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হোসেনাবাদের ময়েন উদ্দীন ময়েনের মাদক ব্যাবসা জমজমাট চলছে,গত ১৬ /০৬/২০২২ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায় ময়েনের কথিত শশুর মাদক সম্রাট কুষ্টিয়া দৌলতপুর রামকৃষ্ণপুর ইউনিয়নের বগমারির চরের ফালু বিশ্বাস ওরফে ফালু ডাকাত নিজে বহন করে মোটরসাইকেল যোগে ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সিরাজ নগর গ্রাম দিয়ে মাদক নিয়ে হোসেনাবাদের ময়েন মেম্বার উদ্দেশ্যে যাচ্ছিলেন।এক পর্যায় ফালু ডাকাতের মোবাইল ফোনে হোসেনাবাদের ময়েন মেম্বার রিং করে ফালুডাকাতকে বলেন হোসেনাবাদ বাজার ও বাহিরমাদী হোসেনাবাদ রোডে প্রশাসন আছে আপনি মাল নিয়ে হোসেনাবাদ বাজারের দিকে আসবেন্না।ফালু ডাকাত নাটক সাজিয়ে বাহিরমাদী সিরাজ নগর বাজারের ১৮ মামলার আসামী সন্ত্রাসী, চাঁদাবাজ কালামের সাথে চুক্তি করে,মাদক ( গাঁজা) মিসিং হয়েছেবলে ডিক্লার দেই।এদিকে ফালুডাকাতের জামাইকে সেই মাদকের চালান পৌছেদিবে বলে জানা জাই স্থানীয়দের ভাস্যমতে।ফালু ডাকাত মাদকের চালান মিসিং হয়েছে বলে দেনদরবারের জন্য তার কথিত জামাই ময়েন মেম্বার সহ মাদক সিন্ডিকেটের আরো অনেককে ডাকেন কালামের কাছে মাদকের চালান উদ্ধার করতে।এ মিসিং হওয়া মাদকের চালানের কথা স্থানীয়দের মাঝে জানাজানি হলে, স্থানীয় দৌলতপুর থানা পুলিশের ২ জন এ,এস,আই ও ২ জন এস,আই বিষয়টি জানাজানির পর খোজখবর নিতে যেয়ে কোন সঠিক তথ্য না পেয়ে ফিরে আসেন।মাদকের চালান মিসিং হওয়ার কথা এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সিরাজ নগরের কালাম,ফালু ডাকাত ও ময়েন মেম্বারকে নিয়ে স্থানীয় চলে নানান গুন্জন। বিষয়টি নিয়ে ফালু ডাকাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া জাই,এদিকে ময়েন মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ময়েন মেম্বার বিষয়টির সত্যতা স্বীকার করেন,কিন্তুু তিনি মাদকের সাথে জড়িত- তা এড়িয়েজান। সন্ত্রাসী কালাম,ফালু ডাকাত ও ময়েন মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে ঔরুটে ও এলাকাতে,এ বিষয়টি নিয়ে স্থানীয় জনগনের ব্যাক্তমত এ তিনজনকে গ্রেফতার করলেই এ মাদক সিন্ডিকেটের আসোল রহস্য পাওয়াজাবে ও নাটকীয় মাদকের চালান উদ্ধার হবে।এ বিষয়ে জনগন স্থানীয়
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box


Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুন ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!