দৌলতপুরে টি ভি এস মোটরসাইকেল শো-রুম ও সার্ভিস পয়েন্ট উদ্বোধন
আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুরে তারাগুনিয়ে বাজারে টি ভি এস কোম্পানির মোটরসাইকেল শো-রুম ও সার্ভিস পয়েন্টের উদ্বোধন হয়েছে।
ওয়ালিউল আলম শাউনের সার্বিক পরিচালনায় সোমবার (৬ মে) সকাল ১১ টা ৩০ মিনিটে তারাগুনিয়া বাজারে এম এস কর্ণারের আয়োজনে টি ভি এস কোম্পানির মোটরসাইকেল শো-রুম ও সার্ভিস পয়েন্টের উদ্বোধন হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি ভি এস অটো বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি ভি এস অটো বাংলাদেশ এর হেড অফ বিজনেস অভিজিৎ দে, টিভিএস অটো বাংলাদেশ এর হেড অফ সেলস্ আতিকুর রহমান, দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সেলিম চৌধুরী, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্যর পুত্র ইমরান চৌধুরী কলিংচ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মির্জা আলম রিগান , কোষাধক্ষ্য বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ ।
আর উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন শ্রেণি পেশার মানুষ।
এ সময় সকল শ্রেনীর মানুষ মাঝে টিভিএস কোম্পানির মোটরসাইকেলর গুনগত মান ও অন্য মোটরসাইকেল মধ্যে পার্থক্য তুলে ধরেন।