দৌলতপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে ৭ঃ৩০ টার দিকে দৌলতপুর – কল্যাণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের রহিমপুর গ্রামের মো. হামিদুল সর্দারের ছেলে সুজন সর্দার (২৩)
দৌলতপুর থানার ওসি মো. জহুরুল আলম জানান, মোটরসাইকেল চড়ে দুই যুবক কুষ্টিয়া শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানা নেওয়া হয়েছে এতে মোটরসাইকেল চালক সুজন সর্দার ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন মোঃ রুবেল হোসেন ।
তিনি জানান, আহতকে উদ্ধার করে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। মৃতদেহ সুজন সর্দারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Posted ৫:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor