কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হিসনা নদীর সেতুর উপর বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সকাল ৭ টার সময় বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিক রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের বজলু মন্ডলের ছেলে হানিফ (৪০) প্রতি দিনের মত বাই সাইকেলে চড়ে কাজে যাওয়ার সময় হিসনা নদীর সেতুর মাঝখানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাকেল চালক হানিফের উপর উঠে পড়ে।
এ ঘটনায় হানিফের পেট বরাবর ট্রাকের চাকা উঠে পড়ে, ফলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ দূর্ঘটনায় দু’পারের যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, সকালে সাইকেলে হানিফ আল্লারদর্গা বাজারে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি বালি বোঝায় ট্রাকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
Posted ৩:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor