হেলাল উদ্দিন,
দৌলতপুরে তুলা চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে ২০২৪-২৫ মৌসুমের তুলা ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ওবায়দুল্লাহ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন। এসময় ১২২০ জন কৃষকের প্রত্যেককে ইউরিয়া ২৬ কেজি, ডিএপি সার ৫০ কেজি, এমওপি সার ৫০ কেজি, হাইব্রিড তুলার বীজ ও তুলা চাষের প্রয়োজনীয় কীটনাশক দেওয়া হয়।
Posted ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
protidinerkushtia.com | editor