কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পান বরজ
কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের নতুন বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জহির উদ্দিনের ছেলে ফিরোজ আজাদের পান বরজ পুড়লো দুর্বৃত্তদেও দেওয়া আগুনে।
বাগোয়ান নতুন পাড়ার কবরস্থান মাঠে মঙ্গলবার (৯ জুলাই) দিনগত ভোর রাতে পানের বারজে আগুনের ঘটনা ঘটে।
এ বিষয়ে মিজান মেম্বার বলেন, গত কয়েকদিন আগপ পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যা উদ্দেশ্যে আমাদের বাড়িতে হামলা করে, কমল, আকাশ সহ ১০ থেকে ১৫ জন। সেই হামলা করে জাফর ইকবালের নির্দেশে বলে আমরা শুনেছি। সেই হামলায় আমার বাড়িঘর, মোটরসাইকেল সহ অনেক মালামাল ভাংচুর করে। সে বিষয়ে দৌলতপুর থানায় এজাহার দেওয়া আছে। আবার আমার ভায়ের ছেলে ফিরোজ আজাদের পানের বরজে আগুন দিয়েছে মঙ্গলবার দিনগত ভোর রাতে যা সাধারণ মানুষ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। শুধু আমরা না আশে পাশের এলাকার মানুষ ও কমল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ যা আপনারা তদন্ত করলে পাবেন । সকল বিষয়ে তদন্ত করে সঠিক বিচার দাবি করছি আমরা।
এ বিষয়ে জাফর ইকবল মিঠন বলেন, আমি একজন ত্যাগি আওয়ামীলীগ নেতা, আমার নেতৃত্বে মথুরাপুর ইউনিয়নের উল্লেখযোগ্য একটি অংশের মানুষ আজ আওয়ামীলীগে ঐক্যবদ্ধ। তাই বি এন পি পন্থি কিছু লোক নানা ভাবে আমার সম্মান নষ্ট করার জন্য মিথ্যাচার করছে । আমি চাই তদন্তকারী সংস্থা সকলে তদন্ত করে সঠিক বিচার। আমি বরজ পোড়া বা মারামারি এ ধরনের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত না।
ঘটনা স্থান পরিদর্শক করেছে দৌলতপুর থানা পুলিশের উপ- পরিদর্শক অপূর্ব।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০২৪
protidinerkushtia.com | editor