ইশতিয়াক আহাম্মেদ
কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া মাহফিলের রান্না করা তবারক পদ্মা নদীতে ফেলে দিলো এলাকাবাসী
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে গত ২৯/৭ /২০২১ ইং তারিখে পদ্মা নদীতে ২ জন কলেজ ছাত্র(ইউসুফ কবিরাজ ও সামিরুল ইসলাম) ডুবে মৃত্যুবরণ করে। তাদের স্মরণে ও দোয়ার মাহফিলের আয়োজন করে স্থানীয় যুবসমাজ চাদা তুলে দোয়া মাহফিল এর আয়োজন করে।
আজ মঙ্গলবার বিকেলে, সকল আয়োজন যখন শেষ তবারখ রান্না শেষ ঠিক তখনি কিন্তু তাদের আয়োজনে বাধা দেয় পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনকে অনুরোধ করে যখন কোন কাজ হয় নি তখন দুই পক্ষের আলোচনায়(পুলিশ ও স্থানীয় নেতা) কোনো সমাধান না হওয়ায় ক্ষু্দ্ধ হয়ে এলাকার যুবকরা সহ সকল পেশার মানুষরা তাদের রান্না করা তবারক ও দোয়া মাহফিল এর সকল সরঞ্জাম পদ্মা নদীতে ফেলে দেয়।তারা জানায় তারা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই এই দোয়া মাহফিল আয়োজন করেছে তাহলে কেন প্রশাসন বাধা দিল?তারা আরো জানায় এবং প্রশ্ন করেন এই ঈদ ও নদীতে তাদের ডুবে যাওয়ার দিন প্রায় ৪ হাজারের বেশি মানুষ সমাগম করে তখন প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই তাহলে কেন তাদের ছোট দোয়া মাহফিল এ পুলিশ বাধা প্রদান করে।
Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor