আজ সকালে কুষ্টিয়ার দৌলতপুরে ৫ কিলোমিটারের বেশি পিচ ঢালা রাস্তার কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট আসন কুষ্টিয়া-১ এর সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি । পরে তিনি বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
পর্যায়ক্রমে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নে খলিশাকুন্ডী-মৌবাড়িয়া সড়কের ৪ কিলোমিটারের বেশি দীর্ঘ রাস্তা এবং আড়িয়া ইউনিয়নে আড়িয়া থেকে দীঘলকান্দীর ৮শ’৭৫ মিটার রাস্তার কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ সাদিকুজ্জামান খান সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, আড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আনছারি বিপ্লব এবং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল বিশ্বাস সহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Posted ১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor