শামীম আশরাফ
দৌলতপুরে নানা আয়োজনে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনামুলক ভাষণের উপর আলোকপাত করেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযােগীতা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৫:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২
protidinerkushtia.com | editor