কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা তীরের রামকৃষ্ণপুর ইউনিয়নে শশুর বাড়ি মথুরাপুর থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ডিঙ্গি নৌকা ডুবে মারা গেছে মা ও সন্তান।
বুধবার দুপুরের পর এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তিরা হলেন, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দির পাড়ার আজবুল মৃধার স্ত্রী সেলীনা (২৮) ও বড় ছেলে সিয়াম (১০)। সেলীনার বাবা ও আরেক সন্তান কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা একই ডিঙ্গি নৌকায় ছিলেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
প্রতিবেদন লেখার সময় নিহতদের দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
বাবা রসুল মিঞা নাতি-নাতনীদের সাথে কন্যাকে নিয়ে আর ফেরা হলো না বাড়ি।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor