দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে পরিত্যাক্ত ভবন থেকে মাদক উদ্ধার করেছে বিজিবি আটক-১
দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ইয়াবা সহ মোঃ মাসুদ রানা (৩২) মাদক চোরাকারবারী আটক করেছে বিজিবি। আজ রবিবার সকাল ১০ টার সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র মহিষকুন্ডি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে অভিযান চালিয়ে তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসময় তার কাছ থেকে ৩৮ টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক চোরাকারবারী সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি গ্রামের মোঃ এমদাদুল হোসেন এর পুত্র। এসময়ে বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিওপি কমান্ডার হাবিলদার শেখ আজাদ হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত সংলগ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী মোঃ মাসুদ রানাকে ৩৮ পিচ ইয়াবা সহ আটক করা হয়।আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor