আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
দৌলতপুরে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার আবু সালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলার সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল হালশানা, পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল, পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। এ ছাড়াও আর উপস্থিত ছিলেন স্থানীয় গণ্য মান্য ব্যক্তি সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তার বক্তব্যে বিদায়ী শিক্ষক শহিদুল ইসলাম শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকের হাতে ছাত্র ছাত্রী রা ভালোবাসার উপহার তুলে দেন।
Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
protidinerkushtia.com | editor