কুষ্টিয়ার দৌলতপুর ৮ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টায় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ রফিকনগরে শহীদ রফিকুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০ টায় একটি র্যালী দৌলতপুর উপজেলা পরিষদ বাজার প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী’র সভাপতিত্বে দৌলতপুর পাক হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, এজাজ আহম্মেদ মামুন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এস এম জাবীদ হাসান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সহ
আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor