দৌলতপুরে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
“”সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রকল্পের পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এজাজআহমেদ (মামুন)। সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া জেলার পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মামুনার রশিদ। বক্তব্যদেন কুষ্টিয়া জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক জনাব শ্যামল কুমার বিশ্বাস, জেলার বিএডিসির (পাটবীজ) এর সহকারী পরিচালক জনাব মোঃ আবু বকর খান, দৌলতপুর উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা। অনুষ্ঠান উপস্থাপনা করেন এবং ভালোপাট জন্মানোর ও ভালোদাম পাওয়ার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন কুষ্টিয়া জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জনাব মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস। পাটখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপ ও কর্মসূচি সঠিক নিয়মে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
protidinerkushtia.com | editor