নিজশ্ব প্রতিনিধী
দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে আলী হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, শিশু আলী হোসেন বাড়ির পাশে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে ডুবে যায়। পরে তার মৃতদেহ দৌলতপুর থানা পুলিশের উপস্থিতিতে ভেড়ামারা ফায়ার সার্ভিস দলের সদস্যরা উদ্ধার করে। আলী হোসেন মানষিক প্রতিবন্ধী ¯^ভাবের ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor