কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে তামান্না (১০) নামে ৪র্থ শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ৫ আগস্ট বুধবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, তামান্না পাকুড়িয়া গ্রামে নানা হানিফের বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশর্^বর্তী পুকুরে গোলস করতে নামে। সাঁতার না জানার কারনে তামান্না পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor