বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে পিতার মৃত্যুতে সন্তানের সংবাদ সম্মেলন

দৌলতপুরে পিতার মৃত্যুতে সন্তানের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুরে ইদ্রিস আলী নামে (৫৯) বছর বয়সের এক বৃদ্ধের আত্মহত্যার পর সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে সিদ্দিক আলী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তার নিজ বাড়িতে সম্মেলন করেন তিনি।


সংবাদ সম্মেলনে ওই বৃদ্ধের ছেলে সিদ্দিক আলী তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ১২ তারিখ সকালে আমার বাবা পারিবারিক সমস্যার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্ত সম্পন্ন করে আমরা বাবার দাফন সম্পন্ন করি।

কিন্তু পরদিন ১৩ তারিখ হঠাৎ বিভিন্ন পত্র পত্রিকায় ক্ষুধার জ্বালায় বৃদ্ধের আত্মহত্যা শিরোনামে খবর প্রকাশ হয়। যা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা সংবাদ প্রকাশ করানো হয়েছে বলে আমি মনে করি। মিথ্যা এই সংবাদটির আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

এ সময় সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত সংবাদটির বিষয়ে প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকারের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, আসলে ক্ষুধার জ্বালায় আত্মহত্যা এই সংবাদটি সঠিক নয়। এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সংবাদটিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তাও সঠিক নয়। কারণ আত্মহত্যা কৃত বৃদ্ধের বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ৫৯ বছর বয়স হওয়ার কারণে কোনরকম বয়স্ক ভাতার আওতায় আনা তাকে সম্ভব হয় নাই।

Facebook Comments Box


Posted ১০:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!