রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে পূর্ব শত্রুার জেরে হামলা আহত ১

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

দৌলতপুরে পূর্ব শত্রুার জেরে হামলা আহত ১

দৌলতপুরে পূর্ব শত্রুার জেরে হামলা আহত ১


কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর কলেজ মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে আফাজ উপর পূর্বশত্রুতার জেরে হামলা করেছে একই এলাকার হানিফের ছেলে আয়নাল সিদ্দিকসহ তার পরিবারের লোকজন বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী জানান আফাজ উদ্দিন ফিলিপনগর কলেজ পাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে একটি দোকানের সামনে কেরাম খেলা দেখছিলেন এমত অবস্থায় হঠাৎ করা আয়নাল তার পিতা সিদ্দিকসহ তাদের লোকজন আফাজ এর উপর হামলা চালায় আফাজ রক্তাক্ত জখম হয় । এসময় আফাজ মাটিতে লুটিয়ে পড়লে আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়।

আফাজের পরিবারের লোকজন জানান আইনাল ও তার পরিবারের লোকজন পূর্ব থেকে আমাদের হুমকি দিয়ে আসছে। আজ হত্যার উদ্দেশ্য তারা হামলা চালায় এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেই। আফাজ আহত হলে আমাদের এলাকাবাসী খবর দেয়। আমরা এসে এলাকাবাসী সহ আফাজ কে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করি। আমরা এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেছি। অভিযোগ করার পর থেকে হুমকি ধামকি আর বেশি বেড়েছে । তাই আমরা আইনের কাছে সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।


এ বিষয়ে আয়নাল জানান, কথা কাটাকাটি সময় হাতাহাতি হয়েছে। কিন্তু তারা আমার অফিস বাড়ি ভাংচুর করছে। কিন্তু আইনালের মা জানান, মিথ্যার আশ্রয় আমরা নিব না আফাজের লোকজন এসেছিল কিন্তু আমার কথাতে তারা চলে গেছে বাড়ি বা কোন ভাংচুর তারা করেন নাই। তবে আমরা সকল বিষয়ে শান্তিপূর্ন সমাধান চাই।

এ বিষয়ে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ জবীদ হাচান জানান, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!