রবিবার | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক মিজান আহত

মোঃ আহসানুল হক

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক মিজান আহত

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক মিজান আহত


কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার স্ত্রী সাহানাজ পারভিন প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বলে জানান এলাকাবাসী।

 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বলেন, মিজানুর রহমান রবিরার দুপুরে অটোরিকশার যোগে ডাংমড়কা বাজারে পৌছালে কিছু লোকজন অতর্কিতভাবে হামলা চালায় এসময় মিজানুর রহমান গুরুতর আহত হয় । এ সময় স্থানীয় লোকজন থানায় ফোন দিলে পুলিশ এসে তাদের আহত অবস্থা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।


এ বিষয়ে মিজানুর রহমান বলেন, গত ২১ শে জুন সন্ধ্যা রাতে বাটুল নামের এক ব্যক্তিকে হত্যা করে কে বা কাহারা আমি ঐ সময় এলাকায় ছিলাম না তবুও আমি সেই মামলার আসামী হয়ে জেল হাজতে যায়। গত ৩১ তারিখে আমি জেল থেকে জামিনে বাহিরে এসেছি। এসে শুনলাম আমার বাড়ি ঘরের সমস্ত মালামাল সহ ঘরের জালানা দরজার লুটপাট করে নিয়ে গেছে।তাই আমি আমার শ্বশুরবাড়ির ধর্মদহ গ্রামে অবস্থান করছি। জরুরি কাজে উপজেলায় গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে, আকাশ, ইউসুফ আর বিমল নামে তিন ব্যক্তি আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সে সময় আমার কাছে থাকা বেশকিছু টাকা ছিনিয়ে নেই তার। আমি এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি।

মিজানুর রহমান অবস্থা গুরুতর হওয়ায় সে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


এ বিষয়ে প্রধান অভিযুক্ত আকাশ বলেন, মিজানুর রহমান প্রথমে আমাদের উপর হামলা চালায় । কিন্তু ঘটনা স্থানের লোকজন বলছেন মিজানুর রহমান অটোরিকশা যোগে প্রাগপুর অভিমুখে যাচ্ছি তখন আপনারাই হামলা চালিয়েছেন এমন প্রশ্নের উত্তর আকাশ বলেন লোকজন মিথ্যা বলছেন।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনা একটি মামলা হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!