দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ মোঃ নজরুল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (১১জানুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার কিলিক মোড় গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত মোঃ নজরুল মন্ডল উপজেলার কিলিক মোড় এলাকার মৃত তৈয়ব মন্ডলের ছেলে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া কমান্ডার ইলিয়াস হুসাইন।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor